বুধবার, ২৪ জুলাই ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
মঠবাড়িয়া থানায় ওসি হিসেবে রেজাউল করিম রাজীবের যোগদান মঠবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিনের প্রার্থিতা বাতিল মঠবাড়িয়ায় ওয়ালটনের পন্য পরিচিতি শো-ডাউন মঠবাড়িয়ায় ট্রাক চাপায় পরিবার পরিকল্পনা সহকারী নিহত মঠবাড়িয়ায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে মতবিনিময় সভা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কমিটিতে মঠবাড়িয়ার ৪ ছাত্রনেতা স্থান পেয়েছেন মঠবাড়িয়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন মঠবাড়িয়ায় নিরাপদ এর উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ মঠবাড়িয়ায় বৃষ্টির জন্য খোলা আকাশের নীচে কাঁদলেন মুসল্লীরা মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ” এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
বিজ্ঞপ্তি
মঠবাড়িয়া থানায় ওসি হিসেবে রেজাউল করিম রাজীবের যোগদান মঠবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিনের প্রার্থিতা বাতিল মঠবাড়িয়ায় ওয়ালটনের পন্য পরিচিতি শো-ডাউন মঠবাড়িয়ায় ট্রাক চাপায় পরিবার পরিকল্পনা সহকারী নিহত মঠবাড়িয়ায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে মতবিনিময় সভা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কমিটিতে মঠবাড়িয়ার ৪ ছাত্রনেতা স্থান পেয়েছেন মঠবাড়িয়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন মঠবাড়িয়ায় নিরাপদ এর উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ মঠবাড়িয়ায় বৃষ্টির জন্য খোলা আকাশের নীচে কাঁদলেন মুসল্লীরা মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ” এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

শবে বরাতের নামাজ কি, এর নিয়ম ও দোয়া

Reporter Name
Update : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৫:৫৬ অপরাহ্ন

শবে বরাত, আরবিতে একে বলে লাইলাতুল বরাত, সৌভাগ্য রজনী। হাদিসের ভাষ্য অনুযায়ী, মহান আল্লাহ এ রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন।

শবে বরাত বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলমানদের গুরুত্বপূর্ণ রাত।

এ রাত মহিমান্বিত এক রাত। এ রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন। প্রতিবছর হিজরি ক্যালেন্ডারের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে শবে বরাত পালন করা হয়।

রসুলুল্লাহ সা. বলেন, এটা হলো অর্ধ শাবানের রাত (শবে বরাত)। আল্লাহ তায়ালা এ রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন। ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করেন। অনুগ্রহপ্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। (তাবারানি ১৯৪)

এ রাতে আল্লাহ বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। মহানবী সা. বলেন, এ রাতে আল্লাহ তাআলা বনু কালবের ছাগলগুলোর পশমের চেয়ে বেশিসংখ্যক বান্দাকে ক্ষমা করেন। (ইবন মাজাহ ১৩৮৯)

শবে বরাতে নামাজের নিয়ম

শবে বরাতের দিন মাগরিব নামাজের পর হায়াতের বরকত, ঈমানের হেফাযত এবং অন্যের মুখাপেক্ষী না হওয়ার জন্য দুই রাকাত করে মোট ৬ রাকাত নফল নামাজ পড়া উত্তম।

এশার জামাতের পর সারারাত দুই রাকাত করে নফল নামাজ আদায় করা যায়। আর জীবনে কাজা হয়ে যাওয়া নামাজগুলো আদায়ের সুযোগ রয়েছে এই রাতে।

এ ছাড়াও পড়তে পারেন ‘সালাতুল তাসবীহ এর নামাজ। এই নামাজের অনেক ফজিলত রয়েছে। রাসুলুল্লাহ সালল্লাহু তা’আলা আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন নামাজ হলো উত্তম ইবাদত।

রাসুলুল্লাহ (সা.) বলেন, যে শাবানে ১ দিন রোজা রেখেছে, তাকে আমার সাফায়াত হবে।

শবে বরাতের নামাজের নিয়ত

নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তাআ-লা- রাকআতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়ত করলে এই ভাবে করতে পারেন: ‘শবে বরাতের দুই রাকাত নফল নামাজ/ সালাত কিবলামুখী হয়ে পড়ছি, আল্লাহু আকবার।’

শবে বরাতের দোয়া

শবে বরাতের সব ইবাদতই নফল ইবাদত। সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন আগেকার যুগের উম্মত দীর্ঘ হায়াত বা জীবন পেতো, আমরা তো অল্প কয়েকদিন বাঁচি, তারা ইবাদতের দিক দিয়ে আমাদের থেকে এগিয়ে যাবেন। তখন নবীজিকে আল্লাহ এমন কিছু রজনি দিয়েছেন, এ রজনীগুলোতে ইবাদত করলে অনেক অনেক সওয়াবের ভাগীদার হওয়া যায়।

তবে এ রাতে সবচেয়ে বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। কদরের রাত্রিতে একটা দোয়া পড়া হয় ক্ষমা লাভ করার জন্য। এ দোয়াটা এ রাতেও পড়া যায়। গুরুত্বপূর্ণ দোয়াটি হলো:-

للَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّى উচ্চারণ: আল্লাহম্মা ইন্নাকা আফুয়্যুন, তুহিব্বুল আফওয়া, ফাফু আন্নি। অর্থাৎ হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। এ ছাড়াও এ রাতে কোরআন তিলাওয়াত, জিকির, তাসবিহ পাঠ পর দিন রোজা রাখার অনেক অনেক ফজিলত রয়েছে।


More News Of This Category
Theme Created By ThemesDealer.Com