1. admin@alokitomathbaria.com : admin :
  2. ezbhmijwypjqjf@pretreer.com : Ismail Hawlader : Ismail Hawlader
  3. lmnbezsruq@lbmlo.com : cic8hb0noa 33i69xcgjc : cic8hb0noa 33i69xcgjc
  4. wordpressuser@gmail.com : wp_postadmin :
ইব্রাহিম খলিল মন্টু ছিলেন সাংবাদিক জগতের এক উজ্জল নক্ষত্র - আলোকিত মঠবাড়িয়া
মঠবাড়ীয়া :
মঠবাড়িয়ায় ডিবির অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মঠবাড়িয়ায় ডিবির অভিযানে ৪০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মঠবাড়িয়ায় ২৪ ঘন্টার ব্যবধানে দুই লাশ উদ্ধার মঠবাড়িয়ায় কৃষকদলের পৌর সভাপতির মৃত্যুতে শোকসভা ও মিলাদ মঠবাড়িয়ায় অস্ত্র-ডাকাতি সহ ৮ মামলার পলাতক আসামী গ্রেপ্তার ছেলেকে বিষপান করিয়ে মায়ের বিষপান, শেষে দু’জনেরই মৃত্যু মঠবাড়িয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু মঠবাড়িয়ায় কর্মসংস্থান ব্যাংক উদ্বোধন জেলেপল্লীর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা পেলো রঙিন ছাতা মঠবাড়িয়ায় পিতৃ পরিচয় ও বাবার রেখে যাওয়া সম্পত্তির অংশীদারিত্ব পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন

ইব্রাহিম খলিল মন্টু ছিলেন সাংবাদিক জগতের এক উজ্জল নক্ষত্র

  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৫৬ Time View

শাকিল আহমেদ : আজ প্রায়ত সাংবাদিক ইব্রাহিম খলিল মন্টু’র ১০ম মৃত্যু বার্ষিকী। ২০১৩ সালের ৩০ এপ্রিল সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। ইব্রাহিম খলিল মন্টু সৌদি আরবের এ্যারাবিয়ান কনস্ট্রাকশন কোম্পানী লিঃ এ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল সৌদি আরবের দাম্মাম শহর থেকে রিয়াদ আসার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম খলিল মন্টু ও তার গাড়ির ড্রাইভার আবুল হাসান ঘটনাস্থলে নিহত হন। মরহুম ইব্রাহিম খলিল মন্টু এক সময় মঠবাড়িয়ার সাংবাদিকতায় এক উজ্জ্বল নক্ষত্র ছিল। দৈনিক মানবজমিন ও দৈনিক আমারদেশ পত্রিকার মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি একজন পেশাদার সাংবাদিক ছিলেন। সকাল থেকে রাত পর্যন্ত সংবাদ সংগ্রহে ব্যস্ত থাকতেন। সাংবাদিক হিসেবে ছিলেন একজন সৎ ও সাহসী সংবাদকর্মী। মানুষের সাথে হৃদ্রতা ও আন্তরিকতায়ও ঘাটতি ছিলনা। সব শ্রেণির পেশার মানুষের সাথে সু-সম্পর্ক বজায় রেখে চলতেন। এছাড়া তিনি একজন মনখোলা মানুষও ছিলেন। নিজেকে সব সময় হাসির মধ্যে জড়িয়ে রাখতেন। আনন্দ-ফূর্তিই ছিলো তার প্রতিটি মূহূর্তের সঙ্গী। আমি সাংবাদিকতায় আসার কিছু দিনের মধ্যেই তার সৌদি আরবে গমন। সাংবাদিকতার পেশা ও নিজ জন্মভূমির মায়া ছেড়ে তিনি প্রবাসে যেতে ইচ্ছুক ছিলেন না। তারপরেও পরিবারের সিদ্ধান্তে তাকে সৌদি আরবে যেতে হয়েছিল। সৌদি আরবে গিয়েও ভুলতে পারেননি সহকর্মীদের, ভুলতে পারেননি সাংবাদিকতা। এরই সূত্রে ধরে উদ্যোগ নিলেন মঠবাড়িয়া থেকে সাপ্তাহিক মঠবাড়িয়ার খবর নামে একটি পত্রিকা প্রকাশের। পত্রিকাটি প্রকাশের সকল দায়িত্ব পত্রিকাটির সম্পাদক শাহ আলম ভাইকে দিলেন। তিনি প্রাণপন চেষ্টা চালিয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পত্রিকা প্রকাশের অনুমতি লাভ করেন। চূড়ান্ত অনুমতি লাভের আগে মন্টু ভাই একবার দেশে আসেন। তার ইচ্ছা ছিল তিনি দেশে থাকা অবস্থায় পত্রিকাটির উদ্বোধনী সংখ্যা বের করবেন। কিন্তু অফিসিয়াল প্রসেস অনুযায়ী পত্রিকার ডিক্লারেশনের কাগজপত্র ঠিক হয়ে আসার পূর্বেই তাকে আবার সৌদি আরবে পাড়ি জমাতে হলো। যার ফলে মন্টু ভাইয়ের শেষ ইচ্ছেটি পূরণ হয়নি। আজ ইব্রাহিম খলিল মন্টু আমাদের মাঝে বেঁচে নেই। কিন্তু আছে তাঁর রেখে যাওয়া স্মৃতি সাপ্তাহিক মঠবাড়িয়ার খবর। আর এ সাপ্তাহিক মঠবাড়িয়ার খবরের মধ্য দিয়েই ইব্রাহিম খলিল মন্টু ভাই আমাদের মাঝে চিরকাল অমর হয়ে থাকবেন।
লেখকঃ বার্তা সম্পাদক, সাপ্তাহিক মঠবাড়িয়ার খবর।

Share Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 ALOKITO MATHBARIA
Customized BY MMR IT