1. admin@alokitomathbaria.com : admin :
  2. ezbhmijwypjqjf@pretreer.com : Ismail Hawlader : Ismail Hawlader
  3. lmnbezsruq@lbmlo.com : cic8hb0noa 33i69xcgjc : cic8hb0noa 33i69xcgjc
  4. wordpressuser@gmail.com : wp_postadmin :
চলচ্চিত্র মিডিয়ায় মঠবাড়িয়ার রবিউলের আবির্ভাব - আলোকিত মঠবাড়িয়া
মঠবাড়ীয়া :
মঠবাড়িয়ায় ডিবির অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মঠবাড়িয়ায় ডিবির অভিযানে ৪০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মঠবাড়িয়ায় ২৪ ঘন্টার ব্যবধানে দুই লাশ উদ্ধার মঠবাড়িয়ায় কৃষকদলের পৌর সভাপতির মৃত্যুতে শোকসভা ও মিলাদ মঠবাড়িয়ায় অস্ত্র-ডাকাতি সহ ৮ মামলার পলাতক আসামী গ্রেপ্তার ছেলেকে বিষপান করিয়ে মায়ের বিষপান, শেষে দু’জনেরই মৃত্যু মঠবাড়িয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু মঠবাড়িয়ায় কর্মসংস্থান ব্যাংক উদ্বোধন জেলেপল্লীর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা পেলো রঙিন ছাতা মঠবাড়িয়ায় পিতৃ পরিচয় ও বাবার রেখে যাওয়া সম্পত্তির অংশীদারিত্ব পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন

চলচ্চিত্র মিডিয়ায় মঠবাড়িয়ার রবিউলের আবির্ভাব

  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৫২ Time View

বিনোদন রিপোর্টার : এক দুই তিন ক্যামেরা একশন। হ্যা আমি মিডিয়া জগতের কথা বলছি। চলচ্চিত্র মিডিয়ায় মঠবাড়িয়ার তরুণ অভিনেতা রবিউলের আবির্ভাব ঘটেছে। ছোট ছোট অভিনয় দিয়ে শুরু করলেও এখন আস্তে আস্তে নিজের অবস্থান দৃঢ় করে নিচ্ছেন রবিউল ইসলাম। রবিউল ইসলাম পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার শিশু হাসপাতালের পাশে মোঃ শাহজাহান মিয়ার ছেলে। জন্ম চট্টগ্রামের অক্সিজেন এলাকায়। ৬ বছর বয়সে তিনি তার পৈত্রিক নিবাসে আসেন পরিবার সহ। এখানেই তার বেড়ে ওঠা। কে এম লতীফ ইনস্টিটিউশন থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এসএসসি পাশ এবং মঠবাড়িয়া সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন। এখন ঢাকায় Bangladesh University of Business & Technology (BUBT) এ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন।
১০ম শ্রেণী উত্তীর্ণ হবার পর পরই তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পরেন। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে শঙ্খচিল সাংস্কৃতিক একাডেমি ও মঠবাড়িয়া শেরে বাংলা পাঠাগার থেকেই শুরু হয় তার সাংস্কৃতিক জীবনে শুভ সূচনা। নৃত্য, আবৃত্তি, মঞ্চ অভিনয় ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে শেষে সাংস্কৃতিক সংগঠন রেনেসাঁতে যুক্ত হন। মঠবাড়িয়ায় পর পর ২ বছর জাতীয় অনুষ্ঠান গুলোতে অংশগ্রহণ করেন ৯ টি সংগঠনের মধ্যে শঙ্খচিলের পরিচয়ে পর পর ২ বছর বিজয়ী হন। এভাবেই তার মঠবাড়িয়ার সাংস্কৃতিক জীবনের সাথে সাথে পড়াশোনা শেষ করে ঢাকায় ভর্তি হন। ২ বছর পড়াশোনার দিকে মনোনিবেশ করেন। ২০২১ সালের জানুয়ারি মাসে পরিচালক মির্জা শাখাওয়াত হোসেনের মেয়ে মির্জা আফরিনের মাধ্যমে তার জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ হয়। গত বছর মির্জা শাখাওয়াত হোসেনের পরিচালনায় মুক্তি পাওয়া “ভাঙণ” চলচিত্রের ২ মিনিট দৈর্ঘ্য স্কিনে তাকে দেখা যায়। এখান থেকেই শুরু হয় তার বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হওয়া।
এরপর দীপংকর দীপন এর পরিচালনায় “অন্তর্জাল” সিনেমায় অভিনয় করার সুযোগ হয়েছে। যেখানে প্রধান চরিত্রে থাকবেন সিয়াম আহমেদ, এবিএম সুমন, মিম ও সুনেহেরা। জানাগেছে এই সিনেমাটি সাইবার ক্রাইম থ্রিলার ও ফ্রিল্যান্সিং কেন্দ্রিক নির্মিত। এখানে রবিউল ইসলামকে দেখা যাবে একজন ব্যাংক ম্যানেজারের পিএস কারেক্টার লুকে। তিনি তেমন ডায়লগ না পেলেও অনেকটাই খুশি বাংলাদেশর সনামধন্য পরিচালক দীপংকর দীপনের বানানো চলচিত্রতে অভিনয় করতে পেরে। এবিএম সুমন ও মিমের সাথে স্কিন শেয়ার করতে পেরে।

অন্তর্জাল সিনেমায় বিদ্যা সিনহা মীমের সাথে কাজ করার ফাঁকে রবিউল।


রবিউল ইউনিসেফ এর “ইচ্ছে ডানা সিজন-৩” ওয়েব সিরিজ এ লাইব্রেরিয়ান এর রোল করেন, ওয়েব সিরিজ “৯ই এপ্রিল”, “সদরঘাটের টাইগার-২”, নাটক ” ভাই বোন” তে ছোট ছোট রোল প্লে করেছেন। আরও ওয়েব সিরিজ, নাটকে ছোট ছোট ভূমিকা রেখেছেন বলে জানাগেছে।
এর পর পরই ২০২২ সালের ডিসেম্বর মাসে সে যুক্ত হন “Bitik BaaZ” (YT/FB) টিমের সাথে। সেখানে এখন তিনি টিম মেম্বার হিসেবে আছেন।
সাম্প্রতি বাংলাদেশ কমিউনিটি ক্লিনিক এর ওপর নির্মিত ডকুমেন্টারি ফিল্ম এ প্রধান ৩ যুবক-যুবতী কারেক্টার এর যুবক চরিত্রে অভিনয় করেন রবিউল ইসলাম। যেখানে প্রধান থাকেন নায়িকা ববিতা ও তিনি।
আরও জানা যায় “ধোপা এলো” প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের প্রধান চরিত্রে কাজ করেন তিনি। বাংলাদেশ প্রাণী সম্পদের ওপর নির্মিত বিজ্ঞাপনে মিজানুর রহমান পাপনের পরিচালনায়, সহকারী পরিচালক হিসেবে দেখা যায় তাকে। জানা যায় এই কাজটাতেই সে প্রথম সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। রবিউল ইসলাম সকলের কাছে দোয়া চেয়েছেন।

Share Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 ALOKITO MATHBARIA
Customized BY MMR IT