অনলাইন ডেস্ক : ঢাকাস্থ মঠবাড়ীয়া কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকাস্থ মঠবাড়ীয়া কল্যাণ সমিতির ফার্মগেটস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে নব-নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়। এতে ঢাকাস্থ মঠবাড়ীয়া কল্যাণ সমিতির নির্বাচনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব গিয়াস উদ্দিন আহমেদ সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ আইয়ুব আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে আলহাজ্ব চৌধুরী আফজাল হোসেন, আলহাজ্ব মোঃ শাহজাহান সিদ্দিকী, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ খলিলুর রহমান খোকন, মোঃ তাজউদ্দিন আহমেদ, শহীদুল বশীর রিপন, মীর নাসির আহম্মদ নিউটন, মোঃ জসিম মাতুব্বর, মোঃ সওগাতুল ইসলাম সাগীর, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক খান, মোঃ শামীম শাহনেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান (মনি), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ এনায়েত হোসাইন ফোরকান, অর্থ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোঃ আবু হানিফ, দপ্তর সম্পাদক মোঃ খান এ কামাল, সহ দপ্তর সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ নাসির আহমেদ, তথ্য সম্পাদক মোঃ আব্দুল মালেক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ মামুন মোর্শেদ সরোয়ার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ জাহিদুর আহসান মেনন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মিলন, পাঠাগার সম্পাদক মোঃ রিজওয়ানুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ ইসমাইল মোল্লা, সমাজ কল্যাণ সম্পাদক জুনায়েদ আবু ইয়াসীর, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব খন্দকার মোঃ মিরাজ, মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম আকন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ গোলাম ফেরদৌস ইব্রাহীম।
নির্বাহী সদস্য মোঃ আনছার উদ্দিন, মোঃ নজরুল ইসলাম রিপন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ দেলোয়ার হোসেন আকন, আবুল হোসেন ও ড. মোঃ আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।
মঠবাড়ীয়া কল্যাণ সমিতির প্রধান নির্বাচন কমিশনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান শুক্রবার বিকেলে ঢাকাস্থ মঠবাড়ীয়া কল্যাণ সমিতির ফার্মগেটস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে নব-নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচিত কমিশনার বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলী ড. ফরিদ আহমেদ মিঠু ও নির্বাচন কমিশনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব বিসিআইসি’র পরিচালক (অর্থ) ওয়াহিদুজ্জামান মাসুদ উপস্থিত ছিলেন। এছাড়াও সিনিয়র সচিব মোঃ মোফাজ্জল হোসেন মন্টু, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেন, ডিআইজি মোঃ সগির মিয়া, ডাঃ মোঃ নজরুল ইসলাম, রাজনীতিবিদ জামাল উদ্দিন খান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply