স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় লিভার ক্যান্সারে আক্রান্ত এক শিশুকে নিরাপদ সমাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয়েছে।
রোববার বিকেলে মঠবাড়িয়ার পৌর শহরের ৬নং ওয়ার্ডে লিভারে সমস্যাজনিত রোগী ওসমানের হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ওসমান (০৯) স্বামী পরিত্যক্তা শাহিনুর বেগমের ছেলে। শাহিনুর বেগমের বাড়ি তুষখালী ইউনিয়নে। মঠবাড়িয়া পৌর শহরের বাড়িঘরে কাজ করে সংসার চালায়। ছেলের চিকিৎসা চালানোর মত তার কোনো সামার্থ নেই। তাই সন্তানকে বাঁচাতে সমাজের মানবিক গুণসম্পন্ন মানুষের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। নিরাপদ সংগঠনের স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ তাদের সাধ্যমত আর্থিক সহায়তা করছে।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সংগঠনের চেয়ারম্যান কামরুল হাসান লিটন, প্রেসিডিয়াম সদস্য মাসুম গোলাম সরোয়ার, উপজেলা শাখার সহ-সভাপতি মলিনা আক্তার মৌ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ সাওজাল, যুগ্ম সাধারণ সম্পাদক জুথি ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসিব বিএসএল, রনি জমাদ্দার, সাংবাদিক এজাজ চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন, সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও সমাজ সচেতন ছাত্রনেতা মাহাবুবুর রহমান আকাশ, নাজমুল ইসলাম মুন্নাসহ স্থানীয় সুধীবৃন্দ।
Leave a Reply