স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাঃ জোবায়েদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা এবং সম্পত্তি ক্রোকের রায়ের প্রতিবাদে পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল খান, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক শাহরিয়ার আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ বেল্লাল খান, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হাসান জুয়েল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাব্বি হাওলাদার, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুল ইসলাম, কাউখালী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শোভন আহমেদ, জিয়ানগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইমুন আহমেদ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সমাবেশে সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, আদালত কর্তৃক যতই অবৈধ রায় দেয়া হোক, কোন কিছু করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে দমিয়ে রাখা যাবে না। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছি, ইনশাআল্লাহ চুড়ান্ত ফয়সালা পর্যন্ত চলবে।
Leave a Reply