স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় ৮ মামলার পালাতক আসামী রিপন কাজী (৪০) কে চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে ২৩ আগস্ট বুধবার গ্রেপ্তার করে মঠবাড়িয়া থানা পুলিশ। রিপন কাজী উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের লক্ষণা গ্রামের মতিয়ার রহমান কাজীর ছেলে।
মঠবাড়িয়া থানা সূত্রে জানাগেছে, আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য রিপন কাজী বহু বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। তার বিরুদ্ধে মঠবাড়িয়া সহ দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদক ও ছিনতাই সহ ৮টি মামলা রয়েছে। রিপন কাজী নেপথ্যে থেকে বহু অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। পুলিশ আরও জানায়, সম্প্রতি উপজেলার দূর্গাপুর গ্রামে ডাকাতি সংঘঠিত হয়। এ ঘটনায় রিপন কাজীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পরে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রিপন কাজী অবস্থান সনাক্ত করে ফরিদগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেপ্তারকৃত রিপন কাজীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে ২৪ আগস্ট বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply