স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোঃ শাহ আলম জামাল ও সাধারণ সম্পাদক পদে মো. আউয়াল মিয়া নির্বাচিত হয়েছেন।
শনিবার (৭ জানুয়ারি) সকালে মঠবাড়িয়া আইনজীবী ভবনের নীচ তলায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গ্রহন শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আতাউর রহমান ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে শাহ আলম জামাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. হাবিবুর রহমানের চেয়ে ৮ ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। শাহ আলম জামাল মোট ভোট পেয়েছেন ২০ ভোট। তার নিকটতম প্রার্থী মো. হাবিবুর রহমান পেয়েছেন ১২ ভোট। সহ-সভাপতি পদে মো. খলিলুর রহমান ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইউনুস খান পেয়েছেন ৫ ভোট। সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয় সাধারণ সম্পাদক পদে। সাধারণ সম্পাদক পদে মো. আউয়াল মিয়া তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মো. নিজাম উদ্দিন ফরাজীর থেকে মাত্র ১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। মো. আউয়াল মিয়া পেয়েছেন ১৬ ভোট আপরদিকে পরাজিত প্রার্থী মো. নিজাম উদ্দিন ফরাজী পেয়েছেন ১৫ ভোট।
এই নির্বাচনে মোট ভোটার ছিল ৩৩ জন। ৩টি পদের বিপরীতে মোট ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেন। দুইটি প্যানেলে ৩ জন করে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সদস্য পদে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
Leave a Reply