স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রাজারহাট বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া ভান্ডারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম, কাঁঠালিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) এইচএম শাহীন, দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত, রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহির খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম খান, নারী ইউপি সদস্য মারুফা আক্তার ও ব্যবসায়ী রিয়াজ উদ্দিন খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মঠবাড়িয়া থানার এসআই মোঃ নুরুজ্জামান।
Leave a Reply