স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের কে এম লতীফ মেডিসিন মার্কেটে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহা. আল আমিন।
মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম আশরাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মাওলানা মুফতি রেদোয়ান হোসাইন।
এছাড়া আরও বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা যুব আন্দোলনের উপদেষ্টা মোহাম্মদ ইদ্রিস মোল্লা, আঃ জলিল মুন্সী, পৌর যুব আন্দোলনের সভাপতি মাওঃ আমিরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন মঠবাড়িয়া উত্তর শাখার সভাপতি আরিফুল ইসলাম আদিক প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আদর্শ সমাজ গঠনে ইসলামী যুব আন্দোলনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে অদ্যাবদি পর্যন্ত যুব সমাজকে স্বার্থান্বেষী মহল ধ্বংসের পথে ধাবিত করেছে। মদ, গাজা, ইয়াবা, হেরোইন সহ বিভিন্ন মাদক নেশায় আসক্ত করছে। যুব সমাজকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে আদর্শ সমাজ বিনির্মানে ইসলামী যুব আন্দোলনকে এগিয়ে আসতে হবে। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply