স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাঁচটি পেশাদার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল কাইয়ুম। বৃহস্পতিবার (১ জুন) বেলা ১১টায় ইউএনওর অফিস কক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন পেশাদার সাংবাদিক সংগঠন মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, মঠবাড়িয়া সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি ও মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকবৃন্দ। এছাড়া ক্লাবের সদস্যের বাইরেও স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত গণমাধ্যম কর্মীরাও অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন, মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাল এইচ আকন, সাধারণ সম্পাদক জুলফিকার আমিন সোহেল, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আল নোমান, মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি মোতালেব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিন উদ্দিন, মোঃ মতুর্জা, মহিলা বিষয়ক সম্পাদিকা শামীমা সুলতানা রোজি, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমন বেপারী ও দৈনিক ভোরের ডাকের মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি মোঃ রুম্মান হাওলাদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ রাষ্ট্রের আদর্শ সমালোচক। একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আমরা সর্বদা বদ্ধপরিকর। আমরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলি লেখনীর মাধ্যমে। ভালো কিছুর সাথে আছি সর্বদা।
এ সময় পেশাদার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ নতুন ইউএনওকে আশ্বস্ত করেন বলেন, মঠবাড়িয়ার জনপদের কল্যাণ ও ভালো কিছুর সাথে আমাদেরকে আপনি সবসময় পাশে পাবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম বলেন, আমি মঠবাড়িয়া উপজেলায় নতুন যোগদান করেছি মাত্র কয়েকদিন হল। এর আগে পটুয়াখালীর দশমিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলাম। জানি বৃহত্তর মঠবাড়িয়া উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। আমি ভালো কিছু করতে চাই। এ জন্য আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা প্রয়োজন।
Leave a Reply