স্টাফ রিপোর্টার : বেকারদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় রাষ্ট্র মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান কর্মসংস্থান ব্যাংক ২৭৭ তম শাখার উদ্বোধন করা হয়েছে। ২৪ জুলাই সোমবার দুপুরে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর- ৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে ব্যাংকটির শুভ উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ সায়েদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার, মঠবাড়িয়া পৌরসভার প্রশাসক মোঃ আরিফ উল হক, থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, কর্মসংস্থান ব্যাংকের মহা ব্যাবস্থাপক গৌতম সাহা, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম খান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্মসংস্থান ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক (পিরোজপুর) মিলন কুমার হাওলাদার। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ২ শতাধিক উদ্যোক্তা নারী-পুরুষ ও সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply