স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা উপজেলার টিয়ারখালী গ্রামের এক কৃষকের ২ বিঘা জমির ধান কেটে দেন।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু ইউসুফ রায়হানের নেতৃত্বে ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মী এ ধানকাটা কর্মসূচিতে অংশ নেয়। এ সময় কৃষক এনামুল হক দুলালের দুই বিঘা জমির পাকা ধান তারা কেটে দেন।
এসময় উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু ইউসুফ রায়হান, যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান আকাশ, শাকিল বাবু, পৌর ছাত্রলীগের আহবায়ক নাজমুল ইসলাম মুন্না সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষক এনামুল হক দুলাল বলেন, শ্রমিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বেশ বিপাকে ছিলাম, ছাত্রলীগ নেতাকর্মীরা স্বেচ্ছায় আন্তরিকতার সাথে আমার ধান কেটে দেয়ায় আমি খুবই খুশি।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান আকাশ জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে ও জেলা ছাত্রলীগের নির্দেশে আমরা আজ এক কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছি। কৃষকদের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply