স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় ওয়ারিশ সূত্রে পাওয়া প্রাপ্য জমির বেশী দখলে থাকার পরেও আপন চাচাতো ভাই হেমায়েত মুন্সীর পরিবারের লোকদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে চাচাতো ভাই রুস্তম আলী মুন্সীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে পিরোজপুরের মঠবাড়িয়ায় দক্ষিণ মিঠাখালী (কাছিছিড়া) গ্রামে। হেমায়েত মুন্সী উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত আতাহার আলী মুন্সীর ছেলে ও রুস্তুম আলী মুন্সী একই গ্রামের মৃত আফজাল মুন্সীর ছেলে। পক্ষদ্বয় পরস্পর আপন চাচাতো ভাই।
ভুক্তভোগী হেমায়েত মুন্সী অভিযোগ করে বলেন, রুস্তম আমার চাচাতো ভাই। আমার দাদা মৃত এরমান আলী মুন্সীর ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি হতে ৯ শতক জমি তিনি বেশি ভোগ দখলে রেখে উল্টো আমকে সহ আমার ছেলে নাসির মুন্সী, ভাতিজা, শাহ আলম মুন্সী ও নুর ইসলাম মুন্সীর বিরুদ্ধে মিথ্যা গাছ কাটার মামলা দায়ের করে। ওই মামলায় যে ঘটনা উল্লেখ করা হয় তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, তার দখলীয় সম্পত্তির কোনো গাছ কাটা হয়নি। মামলাটি মঠবাড়িয়া ডিবি কার্যালয়ে তদন্তাধীন আছে। ইতিপূর্বে প্রশাসন সালিশ মেনে দিলে সালিশদারগণ জমির পরিমাপ করেন। জমির পরিমাপে রুস্তমের ভোগ দখলে ৯ শতক জমি বেশি পাওয়া যায়। তবে রুস্তম ওই জমি ছাড়বেনা বিদায় উল্টো হয়রানি করে আমাদের চাপে রাখতেছে। এমনকি তারা প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে এবং হয়রানি করে যাচ্ছে। আমি এ বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এব্যাপারে প্রতিপক্ষ রুস্তম আলী মুন্সীর কাছে জানতে চাইলে তিনি বলেন, মাত্র একটি খতিয়ানের পরিমাপ হয় এতে ২ শতক জমি বেশি থাকলেও, এখনো ৩-৪ টি খতিয়ানের পরিমাপ হয়নি এবং একটি দলিলে ত্রুটি থাকায় ওই খতিয়ান গুলোতে পরবর্তীতে পরিমাপ করা হবে। আমি কোন সম্পত্তি বেশি ভোগ দখল করতে চাই না।
Leave a Reply