স্টাফ রিপোর্টার : পিরোজপুরে মঠবাড়িয়ায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ফাতেমা কেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। পিরোজপুর সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৪ ঘন্টায় পিরোজপুর জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এ নিয়ে জেলা হাসপাতাল ও ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪০ জন রোগী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আর এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০০২ জন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফেরদৌস ইসলাম জানান, ফাতেমা বেগম ৬ আগস্ট ডেঙ্গুজ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি হন। ৭ আগস্ট তিনি মারা যান। নিহত ফাতেমা বেগম বেগম উপজেলার রাজপাড়া গ্রামের লাল মিয়া ফকিরের স্ত্রী। তবে ডেঙ্গুর পাশাপাশি তিনি আরও অনেক রোগে আক্রান্ত ছিলেন।
Leave a Reply