1. admin@alokitomathbaria.com : admin :
  2. ezbhmijwypjqjf@pretreer.com : Ismail Hawlader : Ismail Hawlader
  3. lmnbezsruq@lbmlo.com : cic8hb0noa 33i69xcgjc : cic8hb0noa 33i69xcgjc
  4. wordpressuser@gmail.com : wp_postadmin :
মঠবাড়িয়ায় দুবাই প্রবাসী আমিরুলকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৪ - আলোকিত মঠবাড়িয়া
মঠবাড়ীয়া :
মঠবাড়িয়ায় ডিবির অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মঠবাড়িয়ায় ডিবির অভিযানে ৪০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মঠবাড়িয়ায় ২৪ ঘন্টার ব্যবধানে দুই লাশ উদ্ধার মঠবাড়িয়ায় কৃষকদলের পৌর সভাপতির মৃত্যুতে শোকসভা ও মিলাদ মঠবাড়িয়ায় অস্ত্র-ডাকাতি সহ ৮ মামলার পলাতক আসামী গ্রেপ্তার ছেলেকে বিষপান করিয়ে মায়ের বিষপান, শেষে দু’জনেরই মৃত্যু মঠবাড়িয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু মঠবাড়িয়ায় কর্মসংস্থান ব্যাংক উদ্বোধন জেলেপল্লীর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা পেলো রঙিন ছাতা মঠবাড়িয়ায় পিতৃ পরিচয় ও বাবার রেখে যাওয়া সম্পত্তির অংশীদারিত্ব পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন

মঠবাড়িয়ায় দুবাই প্রবাসী আমিরুলকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৪

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২২১ Time View

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে আমিরুল ইসলাম (৪৫) নামের এক দুবাই প্রবাসিকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারী) নিহতের ভাই মাওলানা মো. নূরুল ইসলাম বাদি হয়ে ৫ জন নামীয় ও অজ্ঞাত ৫ জনের বিরেুদ্ধে এ মামলাটি দায়ের করেন। এঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। দুই সন্তানের জনক দুবাই প্রবাসি নিহত আমিরুল ইসলাম চালিতাবুনিয়া গ্রামের মোকসেদ আলী হাওলাদারের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন চালিতাবুনিয়া গ্রামের মৃত তোফাজ্জেল হোসেন পঞ্চায়েতের ছেলে হায়দার আলী (৫১), হায়দার আলীর ছেলে তাহসিন আরবি (১৯), মাহাবুবুর রহমানের ছেলে নিয়াজ মাহমুদ (১৭) ও ইউনুস হাওলাদারের ছেলে হোসাইন (১৮)।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে প্রবাসি আমিরুল বাড়ি থেকে স্থানীয় চালিতাবুনিয়া দীনিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহাফিল শুনতে যান। মাহাফিল শেষে রাত দেড়টার দিকে সে গ্রামের সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় পূর্ব থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ রাতেই ঘটনাস্থল হতে নিহত আমিরুলের লাশ উদ্ধার করেন। ঘটনার পর পরই হায়দার আলী, তাহসিন আরবি, নিয়াজ মাহামুদ ও হোসাইনকে আটক করে পুলিশ।

মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, আটককৃত ৪ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেকে ১০ দিন করে রিমান্ড চেয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 ALOKITO MATHBARIA
Customized BY MMR IT