স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়া বাজার বনিক সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌরসভার প্রশাসক আরিফ উল হক। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ দুই সহস্রাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
বনিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শামসুল আলমের সভাপতিত্বে ও প্রভাষক জুলহাস শাহীনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল হালিম, বনিক সমিতির নব নির্বাচিত সভাপতি শামসুল হাসান খোকা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আজীম উল হক, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি শাকিল আহমেদ নওরোজ, বীর মুক্তিযোদ্ধা মোঃ বেলায়েত হোসেন, বনিক সমিতির সদস্য জাহিদ উদ্দিন পলাশ, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, ব্যবসায়ী খাইরুল ইসলাম কামাল নানু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, বনিক সমিতির সদস্য আলাউদ্দিন আল আজাদ, ডাঃ জলিলুর রহমান দুলাল, খলিলুর রহমান, আরিফুল ইসলাম সোহাগ, তৌহিদ সোহেল প্রমূখ।
Leave a Reply