স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সোসাইটি পক্ষ থেকে অসুস্থ কলেজ ছাত্রকে আর্থিক চিকিৎসা সহয়তা প্রদান করা হয়েছে ।আজ মঙ্গলবার সকালে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের নেতা তনু হালদারকে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। মানব কল্যাণ সোসাইটির উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান সংগঠনের পক্ষে এ সহায়তা তুলে দেন।
এসময় উপজেলা মানব কল্যাণ সোসাইটির সভাপতি শফিক ফরাজী, সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা ও কোষাধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী ও উপজেলা যুবলীগ নেতা মাসুম, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম বাবু, যুবলীগ নেতা বেল্লাল হোসাইন, ছাত্রলীগ নেতা রাসেল জমাদ্দার, কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ অলি প্রমূখ উপস্থিত ছিলেন।
জানাগেছে, মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের নেতা তানু হালদার দীর্ঘদিন ধরে মেরুদণ্ড সমস্যায় শয্যাশায়ি। অসুস্থ ছাত্রলীগ নেতা অর্থের অভবে উন্নত চিকিৎসা চলছিলো না। তার চিকিৎসা সেবায় স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সোসাইটি অর্থ সহায়তা নিয়ে তার পাশে দাঁড়ান।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ের বৈশ্বিক মন্দায় পৃথিবীর অনেক বড় বড় অর্থনৈতিক দেশগুলোও হিমশিম খাচ্ছে- সেখানে বাংলাদেশ তার বাইরে নয়। তারপরও প্রবাসীদেরই অবদানে বাংলাদেশের অর্থনীতি মূলত টিকে আছে তাদের পাঠানো রেমিট্যান্স এর উপর। নানা সংকটে বর্তমান সময় প্রবাসীরাও আসলে তেমন ভালো নেই তারপরও তাদের চেষ্টায় কমতি নেই। জন্মস্থানের মানুষের পাশে দাঁড়াতে অনলাইনে বেশ কয়েকজন প্রবাসী তরুণ মিলে গঠন করেছে অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানব কল্যাণ সোসাইটি। এই সংগঠনটি মঠবাড়িয়া উপজেলা কমিটি ঘোষণা করেছে তাদের মাধ্যমে তারা এই মানবিক কাজ গুলো করে যাচ্ছে।
সংগঠনের প্রধান সমন্বয় সৌদিপ্রবাসী তরুণ মেহেদী হাসান বাবু ফরাজী সবার পরামর্শ এবং সহযোগিতায় কামনা করেছে। তিনি জানান আমরা অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। এই স্বপ্নরাজ্যে আপনাকেও আমাদের সঙ্গী হিসেবে চাই। আমাদের প্রতিষ্ঠিতা শাওন বিশ্বাস ও আল আমিন সংগঠনের সভাপতি নিশাদ আকন নূরনবী সাধারণ সম্পাদক নাইম হাসান সাংগঠনিক সম্পাদক মাসুম খান দপ্তর সম্পদক শফিক বাবু সহ আকবর সরদার, মামুন খান, এস কে সুমন, মাইনুল ইসলাম, তরিকুল ইসলাম তারেক, মহাসিন ইসলাম, রনি মিয়া, পারভেজ হোসেন জামাল, আবদুল্লাহ মামুন আরও অসংখ্য প্রবাসী ভাইরা চেষ্টা করে যাচ্ছে এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে। স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সোসাইটি সকল ধরনের মানবিক ও সামাজিক উন্নয়নে কাজ করবে ইনশাআল্লাহ্। ভবিষ্যতে এ মানবিক সহায়তার ধারা অব্যাহত রাখতে সংগঠনের সকলে সচেষ্ট।
Leave a Reply