স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০০ পিচ ইয়াবাসহ রাসেল তালুকদার (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার কবুতরখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল তালুকদার উপজেলার হোতখালী গ্রামের জামাল তালুকদারের ছেলে।
থানা সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই নূর আমিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কবুতরখালী গ্রামের মঞ্জু পহলানের বাড়ির সামনে রাসেলের ধর্ম আত্মীয়ের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ২’শ পিস ইয়াব সহ হাতে নাতে রাসেল তালুকদারকে গ্রেপ্তার করা হয়।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া রাসেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। রাসেল তালুকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply