স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় তানিয়া আক্তার খাদিজা (৩৭) নামের ৩ সন্তানের জননীকে হত্যা মামলার প্রধান আসামি স্বামী কামরুল মৃধাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ঢাকার মেরুল বাড্ডা থেকে র্যাব ১১ তাদের গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের স্বামী উপজেলার উত্তর সোনাখালী গ্রামের মৃত বাদশা মৃধার ছেলে কামরুল মৃধা, কামরুল মৃধার ভগ্নিপতি সাপলেজা গ্রামের কালু মোল্লা, ভাগনে সজীব মোল্লা, বোন বেবী আক্তার ও হনুফা বেগম।
মামলার বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নিহত খাদিজার স্বামী কামরুল মৃধা খুলনায় থেকে ব্যবসা পরিচালনা করেন এবং মাঝে মধ্যে সোনাখালীর নিজ বাড়িতে আসতেন। এর মধ্যে কামরুল শালা বউ মুন্নীর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ নিয়ে প্রায়ই খাদিজার সাথে স্বামী কামরুল মৃধার ঝগড়াঝাটি হতো। ওই বিরোধের জেরে গত ১০ মে দিবাগত রাতে পরিকল্পিত ভাবে খাদিজাকে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। এঘটনায় নিহত খাদিজার মা হেনোয়ারা বেগম বাদি হয়ে নিহতের স্বামী কামরুল মৃধাকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে গত ১৯ মে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার আসামি জয়নালকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। অন্য আসামিরা পলাতক ছিলো।
মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, খাদিজা হত্যা মামলার ৫ আসামিকে র্যাব ১১ ঢাকার মেরুল বাড্ডা থেকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রেপ্তারকৃত আসামিদের ৫ জুন সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রধান আসামি কামরুল মৃধাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
Leave a Reply