স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ ৮ কেজি গাঁজা সহ মোঃ ইউসুফ হাওলাদার (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইউসুফ হাওলাদার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী গ্রামের মৃত সৈজদ্দিন হাওলাদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ও এসআই মিজানুর রহমানের নেতৃত্বে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহনের একটি গাড়ি থেকে নেমে যাওয়ার সময় বড় কার্টুনসহ ইউসুফ হাওলাদারকে আটক করা হয়। পরে তার বহনকৃত ওই কার্টুন থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদি হয়ে শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইউসুফ হাওলাদারকে রোববার আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply