স্টাফ রিপোর্টার : জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মঠবাড়িয়ায় মানববন্ধন করেছে পেশাদার ৫টি সংগঠনের সাংবাদিকরা।
সোমবার (২১ জুন) সকালে মঠবাড়িয়া পৌরসভার সম্মুখ সড়কে রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক সমিতি, উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাজমুল আহসান কবিরের সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌরসভার প্রশাসক আরিফ উল হক, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি শাকিল আহমেদ নওরোজ, সাবেক কাউন্সিল হেমায়েত উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাল এইচ আকন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল আকন, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আঃ রহমান নোমান, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংবাদিক এইচ এম মনিরুজ্জামান, দৈনিক ভোরের ডাকের মঠবাড়িয়া প্রতিনিধি রুম্মান হাওলাদার প্রমুখ। এসময় মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মর্তুজা হোসাইন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকরীদের ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সাংবাদিক নাদিমকে হত্যা করে।
Leave a Reply