স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় একতা মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে চারজনকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে বাদুরা দারুসসুন্নাত হাসানিয়া দাখিল মাদ্রাসায় সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একতা মানব সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ জাহাঙ্গীর ফরাজী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ শাহাদাত বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরাজী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান ফরাজী, অর্থ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, আইন বিষয়ক সম্পাদক মোঃ আবু সালেহ, ধর্ম বিষয় সম্পাদক মোঃ ফোরকান আহম্মেদ, প্রকাশনা বিষয় সম্পাদক মোঃ ইলিয়াস ফরাজী প্রমূখ।
একতা মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি শহিদুল ইসলাম ফরাজি ও সাধারণ সম্পাদক মোঃ ছগীর মোল্লা জানান, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সমাজের অসহায় ও দরিদ্র মানুষদেরকে আর্থিক সহায়তা করে আসছে। অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply