স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় মাহফিল থেকে গভীর রাতে বাড়ি ফেরার পথে এক দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার চালিতাবুনিয়া গ্রামে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম (৪৫) উপজেলার চালিতাবুনিয়া গ্রামের হাজী মোকসেদ আলী হাওলাদারের ছেলে।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার চালিতাবুনিয়া গ্রামের খানকায়ে সালেহিয়া দ্বীনিয়া নূরানী মাদ্রাসার মাঠে মাহফিলে যান আমিরুল ইসলাম। রাত দেড়টার দিকে মাহফিল থেকে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে সড়কের উপর আগে থেকে ওত পেতে থাকা কয়েক যুবক আমিরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ সময় আমিরুল ইসলামের চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে গিয়ে তাঁকে মৃত অবস্থায় পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন জানান, আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে দুবাই ছিলেন। পাঁচ বছর আগে দেশে এসে একটি গরুর খামার করেছেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে।
স্থানীয় বাসিন্দা মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, আমিরুল মাহফিলের তবারক বিতরণ করে একা একা বাড়ি ফিরছিলো। পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা আমিরুলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ বুধবার সকালে পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় চালিতাবুনিয়া গ্রামের হায়দার আলী, হায়দার আলীর ছেলে তাহসিন আরবী, মাহাবুব হাওলাদারের ছেলে মিরাজ মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply