স্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মোল্লার হাট গ্রামের ৫ মাস বয়সী শিশু তরিকুল ইসলাম রিফাতকে অক্সিজেন সিলিন্ডার উপহার দেয় আনন্দ সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
অক্সিজেন সিলিন্ডার উপহার দেয়ার পরে কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লা আল অভির সভাপতিত্বে আনন্দ সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পিরোজপুরের মঠবাড়িয়ার স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।
রবিবার (২৫ ডিসেম্বর) বিকেলে মঠবাড়িয়ার একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে এই মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আল আমিন রাসেল।
এছাড়াও বক্তব্য দেন যুগান্তর প্রতিনিধি ও মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী,আমার সংবাদ প্রতিনিধি ও মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাল এইচ আকন, আমাদের নতুন সময় প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি জুলফিকার আমিন সোহেল, আনন্দ সংঘের কেন্দ্রীয় সমন্বয়ক পলাশ খান এবং সাংবাদিক এমদাদুল হক।
পিরোজপুর জেলা সমন্বয়ক সাকিব আল হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সমন্বয়ক আব্দুল্লাহ্ আল রুবেল, অপূর্ব ইসলাম সাকিব, সংগঠনের সদস্য সাইফুল ইসলাম হৃদয়, ওয়াহেদুল ইসলাম, মোঃ রিমন এবং মিজানুর রহমান, নাবিলা জান্নাত।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দ সংঘ’র সদস্য লামিয়া জান্নাত মীম, সোহেল ইসলাম, সানজিদা আক্তার, রাসেল রায়হান, সাইফুল ইসলাম রাহুল, রাকিবুল ইসলাম, খান মোঃ মাসুম বিল্লাহ্ প্রমূখ।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত হওয়া আনন্দ সংঘ আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় আনন্দ সংঘের স্বেচ্ছাসেবীরা মানুষের দুর্যোগে-দুর্ভোগে সহযোগিতার হাত বাড়িয়ে কাজ করছে নিরলস।
Leave a Reply