পিরোজপুর ডিবি পুলিশের দক্ষিণ জোন (মঠবাড়িয়া) রোববার গভীর রাতে দুলাল খলিফা (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দুলাল খলিফা উপজেলার পূর্ব ফুলঝুড়ি গ্রামের আঃ আজিজ খলিফার ছেলে।
ডিবি পুলিশের এসআই মো. হানিফ মোল্লা জানান, রোববার গভীর রাতে উপজেলার ধানীসাফা ইউনিয়নের পূর্ব ফুলঝুড়ি গ্রামের বটতলা দিঘির পাড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধাওয়া করে দুলাল খলিফা নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদে সে তার প্যান্টের পকেট থেকে ২০ পিচ ইয়াবা ও ১‘শ গ্রাম গাঁজা বের করে। গ্রেপ্তারকৃত দুলালকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, মাদক ব্যবসায়ী দুলাল খলিফার বিরুদ্ধে ডিবি পুলিশের এসআই মো. হানিফ মোল্লা বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
