পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন ৩ সদস্য বিশিষ্ট ওই আহ্বায়ক কমিটি ঘোষণার তথ্য নিশ্চিত করা হয়।
নতুন গঠিত ওই কমিটিতে জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে আহবায়ক, জেলার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে সদস্য সচিব ও জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আকন্দকে সদস্য করে ওই কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন গঠিত ওই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জেলার বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
তারা জানান, কেন্দ্র একটি সুন্দর কমিটি ঘোষণা করেছেন। নতুন ঘোষিত ওই কমিটি জেলা বিএনপি’র রাজনীতিতে এক নতুন দিক উম্মোচন করবে।
