পিরোজপুরের মঠবাড়িয়ায় ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের অঙ্গন শপিং সিটির ৫ম তলায় উপজেলা যুব আন্দোলনের সভাপতি মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওঃ মুহা. আল আমিন, জেলা শাখার সাধারণ সম্পাদক তালুকদার মুহা. তরীক মাসুদ, শ্রমিক আন্দোলনের সভাপতি মহিউদ্দিন আহমেদ লাবু মৃধা, উপজেলা ইসলামী আন্দোলনের আহবায়ক অধ্যাপক মাওঃ হাফিজুর রহমান, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ বেলায়েত হোসেন, শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক আঃ জলিল মুন্সী, যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আঃ রহিম আজাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ ইউনুচ হাওলাদার। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
