পিরোজপুরের মঠবাড়িয়ায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, বেলায়েত হোসেন, ভাইস-চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, থানার ইন্সপেক্টর (অপারেশন) আঃ হালিম, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার প্রমুখ।
সভায় মঠবাড়িয়া পৌর শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ, কে এম লতীফ ইনস্টিটিউশনের উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা, পৌর শহরে যানজট নিরসনে উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
