পিরোজপুরের মঠবাড়িয়ায় শঙ্খচিল সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের ক্যাফে আড্ডা চাইনিজ রেস্তোরাঁয় ইফতার পূর্ব আলোচনায় সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য দেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল, মোল্লার হাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু জাফর সিদ্দিকী, সাংবাদিক শাকিল আহমেদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তুষার আহমেদ মিলন। এসময় থানার ইন্সপেক্টর (অপারেশন) আঃ হালিম, সমাজ সেবক ডাঃ কাজেম আলী হাওলাদার, যুবলীগ নেতা আরিফুল ইসলাম সোহাগ, সরকারি কলেজের সাবেক জিএস নাসির উদ্দিন মুন্সী, সাংবাদিক শাহজাহান মিয়া, নাসির উদ্দিন হাওলাদার, রুম্মান হাওলাদার, সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন কে এম লতীফ মার্কেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আঃ হক।
