পিরোজপুরের মঠবাড়িয়ার ৫ গ্রামের শুরেশ্বর পীরের অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে আজ সোমবার পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন।
জানাগেছে, উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া ও খেতাছিড়া গ্রামে শুরেশ্বর পীরের অনুসারী প্রায় ৬ শতাধিক পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ০২ এপ্রিল শনিবার থেকে রোজা রাখা শুরু করেন। সাপলেজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল হক খন্দকার সোমবার ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চিত করেছেন। মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের ফরহাদ মেম্বার বাড়ি সকাল সাড়ে আটটায় ১টি ঈদের জামায়াত এবং ভাইজোড়া গ্রামে খন্দকার বাড়ি সকাল ১০টায় ১টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। দুটি জামায়াতে খন্দকার বাড়ি ৩০০ জন ও ফরহাদ মেম্বার বাড়ি ৬০ জনের মতো মুসুল্লি উপস্থিত ছিলেন। জামায়াত দুটিতে ইমামতি করেন মৌলভী হায়দার আলী ও আমির আলী মুন্সী। এছাড়া অন্য গ্রামে অল্প কিছু মানুষ ঈদের নামাজ আদায় করেছেন।
উল্লেখ্য, শুরেশ্বর পীরের অনুসারীরা দীর্ঘ কয়েক বছর থেকে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ২ টি ঈদ পালন করে আসছেন।
