স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় সুপারি গাছ থেকে পড়ে সাইফুল ইসলাম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বরিশাল নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সাইফুল ইসলাম উপজেলার বড় শিংগা গ্রামের রাজমিস্ত্রী জাফর হোসেনের ছেলে। জাফর হোসেনের তিন ছেলের মধ্যে সাইফুল ছিল সবার ছোট। সাইফুল ইসলাম মঠবাড়িয়া ব্যাংকপাড়াস্থ আওয়ামী লীগ অফিসে সহকারী হিসেবে কাজ করতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বড় শিংগা গ্রামে বাড়ির পাশে মামা খোকন শিকদারের বাড়িতে সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে সাইফুল নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে আশংকাজনক অবস্থায় বরিশাল নেয়ার পথে বিকেল তিনটার দিকে ঝালকাঠির কাছাকাছি স্থানে সাইফুল মারা যায়। তার মৃত্যু সংবাদ পেয়ে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শনিবার সকাল ১০ ঘটিকার সময় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
Leave a Reply