স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার লক্ষ্যে মাঠ পর্যায়ের কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাসরিন জাহান, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল বাসার মাতুব্বর, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু। এছাড়াও কৃষির বিষয়ে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান।
Leave a Reply