অনলাইন ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মঠবাড়িয়ার কৃতি সন্তান ডাঃ মারুফ-উল আহসান শামীম।
তিনি মঠবাড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ড নিবাসী বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ আব্দুল বারিক ও উপজেলার স্বনামধন্য শিক্ষিকা মোসাঃ মাহমুদা আক্তার এর কনিষ্ঠ পুত্র।
শিক্ষাজীবনে তিনি ২০০৬ সালে মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃ্ত্তি(ট্যালেন্টপুল)। ২০০৯ সালে কে এম লতিফ ইনস্টিটিউশন থেকে জুনিয়র বৃত্তি(ট্যালেন্টপুল), ২০১২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-০৫।
২০১৪ সালে মঠবাড়িয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-০৫ অর্জন করে কৃতিত্বের সাথে ঢাকা মেডিকেল এ ভর্তি হন।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন এবং “ইন্টার্ন চিকিৎসক পরিষদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল” এর সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও বিগত দিনগুলোতে তিনি “বাংলাদেশ ডক্টরস’ ফাউন্ডেশন:স্টুডেন্টস’ উইং- সহ সভাপতি, মুক্তিযুদ্ধ মঞ্চ:ঢাকা মেডিকেল কলেজ শাখা- সহ সভাপতি, ঢাকা মেডিকেল কলেজ কালচারাল সোসাইটি- সাংগঠনিক সম্পাদক, সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ শাখা-সদস্য” ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে সততা, নিষ্ঠা ও সম্মানের সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি মঠবাড়িয়াবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং চিকিৎসা গ্রহণের জন্য মঠবাড়িয়া থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গমনকারী রোগীদের যে কোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
Leave a Reply