স্টাফ রিপোর্টার : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর (দক্ষিণ) জেলা সম্মেলন রোববার বিকালে পিরোজপুরের মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৩ সেশনে মুহাম্মদ রায়হান জুসমানীকে সভাপতি, ওবায়দুল্লাহ নবী হোসেনকে সহ-সভাপতি এবং রহমাতুল্লাহ আর হাদীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
রোববার বিকালে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কারণে ক্যাম্পাসে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ক্যাম্পাসে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নাই। তিনি আরও বলেন, স্বাধীনতার ৫১ বছর পরেও এদেশে জাতীয় ঐক্য গড়ে উঠেনি। কল্যাণমূখী রাজনীতির চর্চার বিপরীতে হিংসাত্মক রাজনীতির চর্চা হয়েছে। স্বাধীনতা পরবর্তী ক্ষমতাসীন দলের কাছে বিরোধীদলকে নিগ্রহের শিকার হতে হয়েছে। গুম-খুন রুটিন ওয়ার্কে পরিনত হয়েছে। কে করছে, কেন করছে, সেটা তদন্তে কার্যকরী পদক্ষেপ স্পষ্ট নয়।
জেলা (দক্ষিণ) শাখার সভাপতি মুহাম্মদ রায়হান জুসমানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ জাবের হুসাইন, ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা শেহাব উদ্দিন কাসেমী, জেলা জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান, ছাত্র আন্দোলনের সাবেক জেলা সভাপতি জিয়াউল করিম, জেলা শাখার উপদেষ্টা মো. সোলায়মান মিয়া, মঠবাড়িয়া পৌর সভাপতি মো. নাজমুল ইসলাম, মো. মামুন মিয়া, মো. সোহেল হোসেন ও মো. আরিফ বিল্লহ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, রহমাতুল্লাহ আল হাদী।
সম্মেলন শেষে মাগরিব নামাজবাদ আহবান শিল্পী গোষ্ঠি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
Leave a Reply