স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শহরের ডাকবাংলো চত্বরে দেড় শতাধিক প্রতিবন্ধীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর। প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা মীর মোঃ আঃ মান্নান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মণি, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা গোপাল রায়, প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মামুন জমাদ্দার, সহ-সভাপতি ফাহিমা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ফারুক আহম্মেদ প্রমূখ। পরে প্রতিবন্ধীদের মাঝে দুপুরের রান্না করা খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, মঠবাড়িয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন গত তিন বছর ধরে প্রতি বুধবার উপজেলার শতাধিক প্রতিবন্ধীদের মাঝে দুপুরের রান্না করা খাবার বিতরণ করে আসছে। এছাড়াও তাদের চিকিৎসা ও অন্যান্য সুবিধা দিয়ে আসছে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি।
Leave a Reply