স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩০০ পিচ ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ শাহাদাৎ ওরফে জামাল (৩০) ও মাসুম মৃধা (২০) নামে ২ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার কুমিরমারা এলাকার ২২ কুড়া স্লুইসগেট জাকির বেপারীর বসত ঘর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত দুইটি মটরসাইকেল জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃত শাহাদাৎ উপজেলার বড় হারজী গ্রামের ফজলে আলী খানের ছেলে ও মাসুম মৃধা কাকড়াবুনিয়া গ্রামের রেজাউল মৃধার ছেলে।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জাকির বেপারীর বসত ঘরে অভিযান চালিয়ে ১৩০০ পিচ ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ শাহাদাৎ ও মাসুম মৃধাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত দুইটি মটর সাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply