পিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজ ছাত্র রাহাত হাওলাদার হত্যা মামলার ৪ নং আসামী রায়হান ওরফে রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ নভেম্বর) মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পাথরঘাটা থেকে রনিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রনি টিয়ারখালী গ্রামের বাহাদুর খানের ছেলে।
রাহাত হত্যা মামলায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৪ জন এজাহারনামীয় এবং ২ জন সন্দিগ্ধ আসামী।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃত আসামী রনিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
