পিরোজপুরের মঠবাড়িয়ায় কেন্দ্রীয় শ্রী শ্রী হরিগুরু গোপাল চাঁদ সেবাশ্রম ও মন্দিরের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঠবাড়িয়া সরকারি কলেজ সংলগ্ন গোপাল চাঁদ সেবাশ্রম ও মন্দিরে শুক্রবার দিন ব্যাপী এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে পার্থ বেপারীকে সভাপতি, শিক্ষক সুমন হাওলাদারকে সাধারণ সম্পাদক ও বিধান ওঝাকে কোষাধ্যক্ষ করে আশিংক কমিটি ঘোষণা করা হয়।
এসময় অজিত কুমার মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন এড. নারায়ন চন্দ্র বেপারী, এড. সুশীল চৌধুরী, প্রশান্ত হালদার, বিধান ওঝা, নিপেন্দ্র নাথ হাওলাদার, অনিল হাওলাদার, পার্থ বেপারী ও শিক্ষক সুমন হাওলাদার প্রমূখ।
সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক সুমন হাওলাদার জানান, পূর্বের কমিটির সভাপতি সুধন্য মিত্র ও সাধারণ সম্পাদক তরুন কান্তি মন্ডল মৃত্যু বরণ করায় এবং মেয়াদ শেষ হওয়ায় এ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
