আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব মঠবাড়িয়া এর উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের আইনজীবী ভবনে বিতরণ অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব মঠবাড়িয়ার সভাপতি এপে. ইসমাইল হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন এপে. অ্যাডভোকেট উম্মে সালমা সুমী, এপে. আবুল বাশার বাদল, এপে. আবুল বাশার, এপে. আলমগীর হোসেন, এপে. নাসির উদ্দিন হাওলাদার, এপে. তৌফিক হোসাইন, এপে. একেএম মহসিন উদ্দিন মনির, এপে. নাসির উদ্দিন, এপে. শামীমা সুলতানা রোজী প্রমুখ।
